কাদেরকে আয়নার দিকে তাকাতে বললেন ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৯ এএম, ১৬ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৯:৫৬ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিজের ও দলের কর্মকান্ড সম্পর্কে জানতে বিবেককে জিজ্ঞাসা ও আয়নার দিকে তাকানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‘দেশের কল্যাণকর প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করা এখন বিএনপির স্বভাবে পরিণত হয়েছে’ বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের করা মন্তব্যের জবাবে তিনি এ আহ্বান জানান।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান মির্জা ফখরুল। ওবায়দুল কাদেরের মন্তব্যের বিষয়ে তিনি বলেন, ওনারই ভাই (ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা) এ প্রশ্নের উত্তর দিয়েছেন। তাঁর ভাই-ই বলে দিচ্ছেন, ওবায়দুল কাদের সাহেব কী করছেন, আওয়ামী লীগ কী করছে।
ওবায়দুল কাদেরের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্য, যাঁরা রাজনীতি করেন, তাঁরা নিজের দিকে তাকান না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবকে অনুরোধ করব, আপনি আয়নার দিকে তাকান, বুকে হাত দেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আপনারা কী করছেন। আপনারা এই জাতির সব আশা-আকাক্সক্ষা ধূলিসাৎ করে দিচ্ছেন, চুরমার করে দিচ্ছেন।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সল আমীন প্রমুখ।
গত বৃহস্পতিবার দিনাজপুর সদর ও বীরগঞ্জ পৌর নির্বাচনে বিএনপির প্রার্থীদের পথসভায় অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে ফখরুল বলেন, ‘দুটি পৌরসভায় বিএনপির প্রার্থীদের প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থন দেখেছি। বিশ্বাস করি, যদি সুষ্ঠু নির্বাচন হয়, জনগণ যদি নির্বিঘ্নে তাঁদের ভোট দিতে পারেন, ভোট ডাকাতি না হয়, তাহলে নিঃসন্দেহে এই দুই পৌরসভায় বিএনপি জয় পাবে। কিন্তু দুর্ভাগ্য, এখন পর্যন্ত যতগুলো পৌরসভা নির্বাচন দেখলাম, বেশির ভাগ নির্বাচনে সরকারি দল আগের রাতেই ভোট ডাকাতি করে ফলাফল তাদের পক্ষে নিয়ে গেছে।’
অভিযোগ ওঠা ঘটনাগুলো নিয়ে জোরালো প্রতিবাদ হচ্ছে না কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোটকেন্দ্রগুলোতে তারা (আওয়ামী লীগ) অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে। সেখানে সাধারণ মানুষ ও গণতন্ত্রে বিশ্বাসী দলের পক্ষে প্রতিবাদ করা খুবই কঠিন। ‘বিএনপি ইজ নট আ রেভল্যুশনারি আর্মড পলিটিক্যাল পার্টি, বিএনপি ইজ আ লিবারেল ডেমোক্রেটিক পার্টি।’ লিবারেল ডেমোক্রেটিক পার্টি তো অস্ত্রের যুদ্ধ করতে পারে না, ভোটের যুদ্ধ করতে পারে।
দেশে করোনাভাইরাসের টিকা আমদানি করছে সরকার। এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘বেসরকারিভাবে টিকা আনার কথা শোনা যাচ্ছে। তোমরা বেসরকারিভাবে ভ্যাকসিন আনবা বেশি পয়সা মুনাফা করার জন্য। ভ্যাকসিন আনবা ধনী শ্রেণির জন্য। আমার সাধারণ মানুষ কী করবে? এখন সাধারণ মানুষের কথা আওয়ামী লীগ বা সরকার চিন্তাই করে না।’