সিরাজগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫১ পিএম, ১৪ মে,শনিবার,২০২২ | আপডেট: ১০:২৯ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপি ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপর সন্ত্রাসী হামলা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আজ শনিবার বেলা ১১ টার সময় স্হানীয় ভাসানি মিলনায়ত চত্বরে সিরাজগঞ্জে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ জনতার উপস্থিতিতে জনসমূদ্রে পরিনত হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মজিবর রহমান লেবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুর বারী হেলাল বলেন, কুখ্যাত সন্ত্রাসী দুর্নীতিবাজদের জামিন দেওয়া হয়, বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়, কিন্ত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আপষহীন দেশনেত্রী সাবেক তিন বারের প্রধানমন্ত্রীকে কারান্তোরিণ করে রাখা হয়েছে, তাকে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হয় না।
তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক কর্মীদের মুক্তি, সকল মামলা প্রত্যাহার, অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, নিরপেক্ষ নির্বচন কমিশন গঠন, সকল দলের অংশগ্রহণ ব্যতীত বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে না। নির্বাচনে ভোট গ্রহণের জন্য ইভিএম পদ্ধতি গ্রহণযোগ্য হবে না।
আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। সন্ত্রাস ও ত্রাস সৃষ্টি, হত্যা ও গুম-খুনের মাধ্যমেই বিরোধী দলকে নির্মূল করার জন্য ধারাবাহিকভাবে এইসব ভয়াবহ সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রেখেছে আওয়ামী লীগ। পূর্বের মতোই নিজেরা সন্ত্রাসী কর্মকান্ড করে বিরোধী দলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে বিএনপি'র নেতা-কর্মীদের রাজনৈতিক কর্মকান্ড হতে দূরে রাখার হীন চক্রান্ত করছে। একদিকে এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের কথা বলছে অন্যদিকে হামলা, মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি ও কারাগারে নিক্ষেপ করে শক্তি প্রয়োগের মাধ্যমে পুনরায় ক্ষমতায় যেতে চায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই হীন চক্রান্তের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তুলে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম ও এই সরকারের বিরুদ্ধে আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান আজিজুর বারী হেলাল।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জামির হোসেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।