সরকারের পতন ছাড়া গণতন্ত্র পুনঃউদ্ধার হবে না : আবুল হাশেম বক্কর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৩ পিএম, ৯ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৩:৩৫ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
পূর্ব ষোলশহর ৬নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবুল বাশার বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করের সাথে গতকাল রবিবার (৮ মে) বিকাল ৬ ঘটিকার সময় ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য এস এম নুরুল আলম, মহাগনর বিএনপির নেতা বিশিষ্ট কলামিস্ট ও লেখক মছিউদ্দৌলা জাহাঙ্গীর, চান্দগাঁও থানা বিএনপির নেতা মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ সেলিম, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর নবী, বিএনপির নেতা মোহাম্মদ এনাম, মোহাম্মদ দিদার, যুবদলের নেতা আবু তাহের, মোহাম্মদ রাসু সহ নেতৃবৃন্দ।
এ সময় মহানগর বিএনপি সদস্য সচিব আবুল হাশেম বক্কর উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান অবৈধ সরকারের পতন ছাড়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃউদ্ধার হবে না, দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে দেশের মানুষ ঈদ-উল ফিতরের আনন্দ তাদের মাঝে খুজে পাওয়া যায় নাই। প্রত্যেকটি জিনিস পত্রের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে, সরকারের ব্যপক দূর্নীতি, অনিয়ম এখন নিত্যদিনের সঙ্গী হয়ে দাড়িয়েছেন। সরকারের দেওয়া চাল, ডাল তাদের নেতাকর্মীদের খাটের নিচে, গোয়াল ঘরে, পুকুরে পাওয়া যায় অথচ বাজারের দোকানে পাওয়া যায় না। এসকল ব্যর্থতা, অনিয়ম, ঘুম হত্যার দায়ভার সরকার মাথায় নিয়ে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানান।