পৌর নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার-কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৪ পিএম, ১৫ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০৩:৪০ এএম, ১৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দ্বিতীয় ধাপে আগামীকাল শনিবার (১৬ জানুয়ারি) দেশের ৬০টি পৌরসভায় নির্বাচন হতে যাচ্ছে। প্রচারণা শেষ হয়েছে বৃহস্পতিবার মধ্য রাতে। নির্বাচন কমিশনও ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে। আজ শুক্রবার (১৫ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পৌর নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না।
নিজের সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল বলেন, আমরা চাই দ্বিতীয় ধাপের এই ভোট সম্পূর্ণ শান্তিপূর্ণ হোক। এ নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা হবে না। নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান, তারা তাদের মতো করে নির্বাচন পরিচালনা করবে। আর প্রয়োজনে কমিশনকে সর্বাত্মক সাহায্য করবে সরকার।
ওবায়দুল কাদের আরো বলেন, ভোট গ্রহণের কার্যকর পদ্ধতি হিসেবে ধীরে ধীরে ইভিএমের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। এটি চালু করার পর কেন্দ্রে উপস্থিতি বাড়ছে ভোটারদেরও। তাই বিষয়টাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখতে চাই। কিন্তু অন্য আরো অনেক বিষয়ের মতো এই পদ্ধতি নিয়েও সমালোচনা করেছে বিএনপি, যদিও একই সাথে তারা এই পদ্ধতির অধীনে নির্বাচনে অংশ নিয়েছে।