দেশ আজ মাফিয়া-বাজিগর ও গণ বিরোধী চক্রের হাতে - এমরান সালেহ প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৪ এএম, ৭ মে,শনিবার,২০২২ | আপডেট: ০৪:৫৬ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশ আজ মাফিয়া-বাজিগর ও গণ বিরোধী চক্রের হাতে। জনগণের অবস্থা বিবেচনা না করে একের পর এক গণ বিরোধী সিদ্ধান্ত নিয়ে তারা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। সরকারের সিমাহীন ব্যর্থতা ও ভ্রান্ত নীতির কারণে সয়াবিন তেল নিয়ে মহাকারসাজি হচ্ছে। নিত্যপণ্যের মূল্য আকাশচুম্বী। এই দুর্বিষহ অবস্থার মধ্যে সরকার এক রাতে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৩৮ টাকা বৃদ্ধি করে প্রমাণ করেছে, তারা জনগণের সরকার নয়। তিনি বলেন, মন্ত্রীরা নিজেদের ব্যর্থতা আড়াল করতে বলছে- দ্রব্যমূল্য বাড়লে সরকারের কিছু করার নাই। জনগণের দুঃসময়ে সরকারের করণীয় না থাকলে, সেই সরকারেরও প্রয়োজন নাই।
আজ শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ময়মনসিংহ উত্তর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ঈদ পুনঃমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
হালুয়াঘাট সাধারণ পাঠাগারে জেলা জাসাস সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারদীন আহমেদ তালহার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাসের সহ সভাপতি সঙ্গীত শিল্পী হাসান চৌধুরী, চিত্র পরিচালক সায়মন তারেক, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার আকন্দ, জেলা বিএনপি নেতা হাফেজ আজিজুল হক, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলমগীর আলম বিপ্লব, কাজী ফরিদ আহমেদ পলাশ, শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল গণি, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহ সভাপতি মাহফুজুর রহমান, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রুহুল আমিন খান, হালুয়াঘাট উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম।
অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রেক্ষিতে বলেন, বিএনপি নির্বাচনমুখী দল, নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে বিএনপি সরকার পরিচালনা করবে। তবে আওয়ামী লীগ সরকারের অধীনে নয়, ভোট ডাকাত সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে। আওয়ামী লীগ এর অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। যে নির্বাচনে জনগণের দল বিএনপি অংশ নিতে পারবে না, এবার সে নির্বাচনও হতে দেয়া হবে না।