নাবাড়ী'র কাকরকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৯ এএম, ২৯ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:০৭ এএম, ৮ নভেম্বর,শুক্রবার,২০২৪
শেরপুরের নালিতাবাড়ীর কাকরকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাকরকান্দি ইউনিয়ন পরিষদ মাঠে স্থানীয় বিএনপি'র আয়োজনে শেরপুর-২ নকলা-নালিতাবাড়ী আসনের সাবেক হুইপ মরহুম আলহাজ জাহেদ আলী চৌধুরীর আত্বার মাগফিরাত ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও স্থায়ী মুক্তির দাবিতে এক আলোচনাসভা, দোয়া, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শফি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দুলাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রিপন. সিরাজুল ইসলাম প্রমুখ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরাফত আলী, যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, নন্নী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান চৌধুরী, কাকরকান্দি ইউনিয়ন যুবদল নেতা সাগর আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, কাকরকান্দি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক ফজর আলী। উক্ত ইফতার মাহফিলে বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ অংশ নেয়।