মুসাব্বিরের হদিস না দেয়ায় রিজভী'র উদ্বেগ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫০ পিএম, ২৬ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:০১ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
আজিজুর রহমান মুসাব্বিরের হদিস না দেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডঃ রুহুল কবির রিজভী'র বিবৃতি।
গতকাল সন্ধ্যায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে পুলিশ গ্রেফতার করে, কিন্তু এখনও পর্যন্ত সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ কর্তৃক আজিজুর রহমান মুসাব্বিরকে আটক এবং তার কোন হদিস না দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ এক বিবৃতিতে বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, "এই ঘটনা আতঙ্কজনক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এই নেতাকে এভাবে আটক ও গুম করে রাখা নির্মম মনুষ্যত্বহীনতা এবং ভয়ানক অশুভ সঙ্কেত। রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং ভয়াবহ আওয়ামী দুঃশাসন টিকিয়ে রাখতেই সরকার বিরোধী দল ও মতকে দমনে আরও হিংস্র রুপ ধারণ করেছে।
এটি সবার নিকট দৃশ্যমান যে, আজিজুর রহমান মুসাব্বিরকে তেজগাঁও থানা পুলিশ গতকাল সন্ধ্যায় পুলিশ ভ্যানে করে তুলে নিয়ে যায়। মুসাব্বির পুলিশের নিকটই আছে। তাকে এভাবে নিখোঁজ করে রাখায় দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও তার পরিবার গভীরভাবে উদ্বিগ্ন।
আমি অবিলম্বে আজিজুর রহমান মুসাব্বিরকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানাচ্ছি।"