ময়মনসিংহে এ্যাবের সাথে বিএনপির সহ-প্রচার সম্পাদকের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৯ এএম, ২২ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৭:৪৯ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ময়মনসিংহে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ মো: শামীমুর রহমান শামীম। এর আগে তিনি ময়মনসিংহ সফরে আসলে এ্যাব, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ নগরীর কালীবাড়ী এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ্যাব ময়মনসিংহ জেলা শাখার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
পরে নগরীর গোলকিবাড়ী এলাকায় প্রয়াত কৃষিবিদ আব্দুল মন্নাফ ও মমিনুজ্জান খান ঝান্ডার কবর জিয়ারত করেন। সেখানে দোয়া কামনা করে প্রয়াত ওই দুই নেতার পরিবারের সাথে স্বাক্ষাৎ করে সন্তানদের জন্য ঈদ উপহার তুলে দেন কৃষি ইন্সটিটিউট এবং এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মো: শামীমুর রহমান শামীম।
এ সময় এ্যাব ময়মনসিংহ জেলা শাখার সভাপতি কৃষিবিদ মনির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. মাহাবুবুর রহমান খানের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন এ্যাব কেন্দ্রীয় কমিটির আহবায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, সদস্য সচিব ড.জিকেএম মোস্তাফিজুর রহমান, সদস্য ড. শফিকুল ইসলাম শফিক, নুরুন্নবি ভূইয়া শ্যামল, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কৃষিবিদ শফিউল আলম দিদার, সদস্য সচিব কেএম সানোয়ার আলম, কৃষিবিদ ড. মাহবুবুল আলম তরফদার টুটুল, মূসা তালুকদার চমক, জেলা এ্যাবের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মো: সাদেকুজ্জামান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রতন আকন্দ, সদস্য জগলুল হায়দার,ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শফি আহমেদ দিপু, মহানগর যুবদলের সহ-সভাপতি মিনহাজুল আবেদিন রাসু, স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম, কেন্দ্রীয় কৃষকদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক চেয়ারম্যান, মহানগর কৃষক দলের আহবায়ক কৃষিবিদ আবুল খায়ের দিপু, সদস্য সচিব সুলতান আহমেদ, বাকৃবি ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান, সদস্য সচিব শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তুষার, মহানগর ছাত্রদল নেতা মোজাম্মেল হক নজরুল, আরিফুল ইসলাম, মাহিন শেখ, সাব্বির, সাজিদ হাসান, নাদিমুজ্জামান, সাজ্জাদ হোসেন, রিয়াজ মাহমুদ, শাহীদুর আলম, জিহাদ, সোহেল, আবির, থানভীর প্রমূখ।
পরে এ্যাব নেতৃবৃন্দ বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে বাকৃবি এ্যাব আয়োজিত ইফতার মাহফিলে যোগদান করেন।