সরকার হঠাতে আন্দোলনকে আরও জোরদার করতে হবে - নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৬ এএম, ২০ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ০১:৪২ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
গণতন্ত্র পুনরুদ্ধারে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে বিদায়ে চলমান আন্দোলনকে আরও জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের স্কাই সিটি হোটেলে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ২০ দলীয় জোট শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) উদ্যোগে এই ইফতার মাহফিল হয়। এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহেরের সভাপতিত্বে এবং প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল হারুন সোহেলের সঞ্চালনায় ইফতারে বিএনপির আব্দুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরী, শামছুর রহমান শিমুল বিশ্বাস, রিয়াজউদ্দিন নসু, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাবির অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার, আহসান হাবীব লিংকন, জামায়াতের মোবারক হোসেন, শামীম সাঈদী, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার একাংশের খন্দকার লুৎফর রহমান, অপরাংশের রাশেদ প্রধান, বিএমএলের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুল করিম, কল্যাণ পার্টির মাহমুদ খান, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, গণ অধিকার পরিষদের রেজা কিবরিয়া, নূরুল হক নূর, সাদ্দাম হোসেন, এনডিপির মহাসচিব শাহ নেওয়াজ খান, প্রেসিডিয়াম সদস্য মো. মুছা মন্ডল প্রমুখ অংশগ্রহণ করেন।
নজরুল ইসলাম বলেন, সরকার বলে- দেশে কোনো গুম হয় না। অথচ শত শত গুম-খুন হচ্ছে। মামলা-হামলায় বিরোধী দলকে দমন করা হচ্ছে। এই রকম একটা অত্যাচারী সরকারের অধীনে আমরা রয়েছি।
তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ খুব কষ্টে রয়েছে। কিন্তু এটা নিয়ে কোনো কথা বলা যাবে না, প্রতিবাদ করা যাবে না- করলেই গ্রেফতার, মামলা-হামলা। তাই সংকট উত্তরণে এই সরকারকে বিদায়ে চলমান আন্দোলনকে আরও জোরদার করতে হবে। এজন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। এদেরকে বিদায় করে নিরপেক্ষ নির্বাচনে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।