বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা কামনায় ফরিদগঞ্জে বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৬ পিএম, ১৭ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ০১:৩২ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসা কামনা করে গতকাল শনিবার বাদ আছর ফরিদগঞ্জ উপজেলার মান্দারখিল ‘লায়ন মোঃ হারুনুর রশিদ শিক্ষা কমপ্লেক্স’ মাঠে ফরিদগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজনে প্রায় ৫ সহস্রাধিক নেতাকর্মী ও মুসল্রীবৃন্দেও উপস্থিতিতে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা। কঠিন সময় পার করছে সাধারন মানুষ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশ ধৈর্য্য ধরে সকল কর্মসূচি পালন করতে হবে। তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-গণতন্ত্র রক্ষার অতন্দ্রপ্রহরী, আপোসহীন নেত্রী, বিএনপি চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা, নেকহায়াত, উন্নত চিকিৎসা নিশ্চিত ও নিঃশর্ত মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন। লায়ন হারুনুর রশিদ উপস্থিত এলাকাবাসী ও নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের লোক, আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে আপনাদের মাঝে সারাজীবন বেঁচে থাকতে চাই”।
উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ আজিজুর রহমান আজিজ এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুর রহমানের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক, পৌর বিএনপি’র সভাপতি নাছির উদ্দিন পাটওয়ারী, সাবেক ভিপি জাকির হোসেন, সাবেক ভিপি শাহ আলম মুকুল, পৌর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি বিল্লাল হোসেন কোম্পানী, সাধারণ সম্পাদক শাহবুদ্দিন বাবুল, যুগ্ম সম্পাদক এমএ টুটুল পাটওয়ারী, উপজেলা যুবদল নেতা ফজলুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাওন পাঠান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহিন আহমেদ ভুইয়া, রাশেদ আলম উপজেলা ছাত্রদলের সুজন আখন্দ, আব্দুল গাফ্ফার, ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইউপি চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী, ১০নং গোবিন্দপুর দক্ষিন ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে ১৫টি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারন সম্পাদকগন মঞ্চে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর রুহের মাগফেরাত, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও মরহুম আরাফাত রহমান ককোর রুহের মাগফেরাত কামনা করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫ শতাধিক নেতাকর্মী স্থানীয় অনেক মুসল্লী উপস্থিত ছিলেন।