আওয়ামী লীগের কাউন্সিলর ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ২৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২২ এএম, ১৪ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:৩৮ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
চট্টগ্রাম নগরীর ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর ও বিদ্রোহী প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আজগর আলী বাবুল (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ মাহবুবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনায় ‘বিদ্রোহী’ কাউন্সিলর প্রার্থী মো. আবদুল কাদেরকে প্রধান আসামি করে মামলা দায়ের হয়েছে।
আজ বুধবার ভোরে নিহত আজগর আলী বাবুলের ছেলে সেজান মাহমুদ সেতু বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন।
জানা যায়, গত মঙ্গলবার রাতে ডবলমুরিং থানাধীন মগপুকুর পাড় এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর এবং বিদ্রোহী প্রার্থী ও সাবেক কাউন্সিলর আব্দুল কাদেরের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আজগর আলী বাবুল (৫৫) ও আহত মো. মাহবুব (৩৬) দুজনই নজরুল ইসলাম বাহাদুরের সমর্থক বলে দাবি করা হয়েছে। এদিকে মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে মোগলটুলী মগপুকুর এলাকা থেকে কাউন্সিলর প্রার্থী আবদুল কাদেরসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে কাউন্সিলর প্রার্থী আবদুল কাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন। এর ৫ ঘন্টার ব্যবধানেই সংঘর্ষের ঘটনায় আজগর আলী নিহত হন। অভিযোগে বলা হয়েছে, মতিয়ারপুল থেকে কদমতলী, আবেদীয়া স্কুল গলি পর্যন্ত কাদেরের নির্বাচনি পোস্টার ছিঁড়ে ফেলা, গণসংযোগে বাধা-হামলা, কর্মী-সমর্থকদের নির্বাচনি প্রচারণায় না আসার হুমকি দেয়া হচ্ছে। এ জন্য বাহাদুর ও তার অনুসারীসহ সাতজনের নাম উল্লেখ করা হয়। বিকেলেই অভিযোগ করে সন্ধ্যায় দুই প্রার্থী সংঘাত-সংঘর্ষ ও গোলাগুলিতে জড়িয়ে পড়ে।
নগর আওয়ামী লীগের রাজনীতিতে নজরুল ইসলাম বাহাদুর প্রয়াত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও আব্দুল কাদের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার জন্য নজরুল ইসলাম বাহাদুর ও আব্দুল কাদের একে অপরকে দায়ী করছেন।
ঘটনা সংক্রান্ত ব্যাপারে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর অভিযোগ করে বলেন, গণসংযোগ শেষে ফেরার পথে মগপুকুর পাড়ের সোবহান মঞ্জিলের সামনে বিদ্রোহী প্রাথী আব্দুল কাদেরের উপস্থিতিতে তার অনুসারীরা আমাদের ওপর গুলি করে। তারা গুলি করে আমাকে হত্যা করতে চেয়েছিল। এ সময় আমি আত্মরক্ষার্থে পাশের একটি বাড়িতে আশ্রয় নেই। প্রতিপক্ষের গুলিতে আমার সাথে গণসংযোগে থাকা মাছ ব্যবসায়ী আজগর আলী বাবুল (৪০) গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাবুলের বাসা ডবলমুরিং থানার কাটা বটগাছতল এলাকায়। নিহত আজগর আলী বাবুল মগপুকুর পাড় এলাকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বলে জানান নজরুল ইসলাম বাহাদুর।