আওয়ামী সরকারের অধীনে আর কোনো নির্বাচন মানুষ মেনে নেবে না : শামীম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪০ পিএম, ১৬ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৭:২৩ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপি'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আওয়ামী সরকারের অধীনে আর কোনো নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের অধীনেই হবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকার ছাড়া মুক্তির আর কোন পথ নেই।
গতকাল শুক্রবার (১৫ এপ্রিল) কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম বলেন, আওয়ামী লীগের সরকার এখন আবারো ২০১৪ ও ১৮ সালের যে পাতানো নির্বাচন করেছিল, একই ধরনের নির্বাচন করার জন্য পাঁয়তারা করছে। এবার আর সে সুযোগ দেয়া হবে না। ইতিমধ্যেই ভোট ডাকাত এই সরকারের সহযোগীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর বেশি দিন নেই, যেদিন বাংলাদেশের মানুষ সরকারের বিরুদ্ধে এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নিষেধাজ্ঞা জারি করবে। এই সরকারকে আর সময় দেওয়া যাবে না। সারা দেশে যে অরাজকতা ও সংকট সৃষ্টি হয়েছে তা থেকে রক্ষা পেতে হলে ভোট ডাকাত ফ্যাসিবাদ এই সরকারের পতন ঘটাতে হবে। এ সরকারের পতন ত্বরান্বিত করার জন্য বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। কারণ এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এই সংকট থাকবে। সংকট থেকে মুক্তির একমাত্র পথ আওয়ামী ভোট ডাকাত সরকারের পতন।
সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপি'র আহ্বায়ক এস এম মামুন মিয়া ও প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, আওয়ামী লীগ সরকার ভোট ডাকাত সরকার, এই সরকার মাফিয়াদের সরকার। এই সরকারের বিরুদ্ধে গনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। ভোটাধিকার হাইজ্যাক করে যারা ক্ষমতায় এসেছে, তারা জনগণের সরকার হতে পারে না। তাই জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের বিরুদ্ধে গনপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
সম্মেলনে সকলের মতামতের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন সভাপতি পদে এ টি এম হানিফ, সিনিয়র সহ সভাপতি পদে নুরুল হক সাধু, সাধারণ সম্পাদক পদে মো মনির উদ্দিন মুন্সী ও সাংগঠনিক সম্পাদক পদে মো. জসিম উদ্দিন জুয়েল।
বিএনপি নেতা আব্দুর গফুর মেম্বারের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজ্বী মো. ওসমান, বিএনপির নেতা ডা. গিয়াস উদ্দিন ফারুকী, আবুল হোসেন বাবুল, এ টি এম হানিফ, মো. আলী দানু, মো. হারুন, নুরুল হক সাধু, আব্দুর রাজ্জাক মুন্সি, এজাবত উল্ল্যাহ, ছালেহ জহুর, মো. ইসমাইল, ইলিয়াস মেম্বার, মো. নাসির মেম্বার, শেখ আহমদ, মো. সেলিম খান, মো. ফারুক, জসিম উদ্দিন জুয়েল প্রমুখ।