তারেক জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা; আড়াইহাজারে সুমনের নেতৃত্বে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৯ এএম, ১৪ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৪:৫৭ এএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারণ্যের অহংকার তারেক জিয়ার নামে মিড-নাইট অবৈধ সরকারের আদালত কতৃক ফরমায়েশি রায় গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে আড়াইহাজার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমন এর নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৩ই জানুয়ারি ) আড়াইহাজার এলাকায় তারেক জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আড়াইহাজার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমন বলেন, দেশনায়ক তারেক জিয়াকে এ অবৈধ সরকার ভয়। কারন এ সরকার জানে তারেক জিয়া দেশ আসলে তাদের অবস্থান নড়ে যাবে। তাই তারা তারেক জিয়ার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে ও আদালতকে ব্যবহার করে গ্রেফতারি পরোয়ান বের করছে। কিন্তু এ দেশের মানুষ তা মানে না। এদেশের মানুষ এ রায়কে ঘৃণাভরে প্রত্যাখান করেছে।
তিনি আরোও বলেন, অবিলম্বে তারেক জিয়ার নামে মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা না হলে আগামিতে আরোও কঠিনতম দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তারেক জিয়া আসবে বীরের বেশে এদেশে ফিরে আসবে। তারেক জিয়ার ডাকের অপেক্ষায় পুরো বাংলাদেশ। তাঁর ডাকে আমরা আড়াইহাজার বিএনপি সর্বদা প্রস্তুত আছি।
এসময় আড়াইহাজার বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাশেম ফকির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আড়াইহাজার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা তোতা মেম্বার, গাজী মাসুদ, মঞ্জুরুল ইসলাম, মুজিবুর রহমান, যুবদল নেতা জহিরুল ইসলাম জহির, মীর রেজাউল করিম, মোকারম হোসেন পারভেজ, আলামিন মোল্লা, আলামিন খান, আশরাফুল ইসলাম আশরাফ, সফিকুল ইসলাম, ছাত্রনেতা জুবায়ের রহমান জিকু, তুষার মোল্লা, রুহুল আমিন, রাসেল মিয়া প্রমুখ