জনগণ ক্ষুধার্ত, সরকার ভোগ বিলাসে মত্ত - টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৩ এএম, ৯ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৫১ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
অবৈধ সরকারের সময় শেষ বলে উল্লেখ করে জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে। আন্দোলনের ডাক আসছে। রাজপথে আন্দোলনের মাধ্যমে এ সরকারের বিদায় করা হবে।
আজ শুক্রবার টাঙ্গাইলের সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা জনগণ যখন টিসিবির ট্রাকের পিছনে ছুটছে তখন সরকার বিদেশ থেকে শিল্পী এনে কনসার্টের আয়োজন করে। তারা উন্নয়নে নামে লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে। জনগণকে ভুখা রেখে সরকারদলীয় লোকজন ভোগ বিলাসে মত্ত হয়ে পড়েছে।
তিনি বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষে ৫ লাখের বেশি মানুষ অনাহারে মৃত্যুবরণ করেছে। রাস্তায় কুকুর আর মানুষের কাড়াকাড়ি করে খাবার ভাগাভাগি করে খেয়েছে। ক্ষুধার যন্ত্রণায় রাস্তার কচু, লতা-পাতা খেয়েছে। সেদিনও নারী, বৃদ্ধ, শিশু রিলিফের বস্তার দিকে হাড্ডিসার দেহ নিয়ে দাড়িয়েছিল। আজও টিসিবির ট্রাকের পেছনে নারী, শিশু, বৃদ্ধরা লাইন ধরছে, ট্রাকের পেছনে ছুটছে। ১৯৭৪ সালে অনাহারে, ক্ষুধায় মৃত্যুর কথা খবরের কাগজে প্রকাশ করা বন্ধ করে দেওয়া হয় সরকারি আদেশে। তবে প্রতিদিনের সংবাদপত্রে ছাপা হতো ক্ষুধাতুর মানুষের ছবি। আজও অন্ন নেই, বস্ত্র নেই, মাথা গোঁজার ঠাঁই নেই। কিন্তু পত্রিকার কাগজে, টেলিভিশনের খবরে এক নেতার কীর্তিকেই প্রচার করা হয়।
তিনি বলেন, এ অবস্থার পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন পুরো দেশের জন্য, জনগণের জন্য, দেশের গণতন্ত্রের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য দরকার। আর পরিবর্তনের জন্য চাই আন্দোলন। সেই আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন, সরকার আদালতের মাধ্যমে গায়েবী মামলায় বিএনপির নেতাকর্মীদের সাজা দেওয়া শুরু করেছে। যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে তাদেরকে সমস্ত মিথ্যা মামলা দিয়ে এভাবে একেবারে নির্মূল করার দেয়ার যে ভয়াবহ যে প্রচেষ্টা এটা ফ্যাসিবাদ ছাড়া কোথাও হতে পারে না। হামলা-মামলা-সাজা দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। এসময়ে জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, থানা বিএনপির আজগর আলী লাবু, আজহারুল ইসলাম ইসলাম, শফিকুল ইসলাম শফিক প্রমুখ বক্তব্য রাখেন।