অবৈধ সরকারকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা দূর করতে হবে - ফজলুল হক মিলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৫ পিএম, ৭ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:০১ এএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাক ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি ফজলুল হক মিলন বলেছেন, জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় আসীন হওয়া এই অবৈধ সরকার গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান প্রতিবন্ধক। ভোট ডাকাত অবৈধ এই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে গণতন্ত্র প্রতিষ্ঠার এই প্রতিবন্ধকতা দূর করতে হবে।
তিনি আরো বলেন, আজ মানুষের স্বাধীনতা নেই, ইজ্জত-সম্মান নেই, অর্থনৈতিক অবস্থা ধ্বংস হয়ে গেছে, দেশের সার্বভৌমত্ব আজ হুমকির মুখে, মানুষের কথা বলার অধিকার নেই, হামলা-মামলায় আমরা জর্জরিত। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, তারেক জিয়াকে বীরের বেশে দেশে ফিরিয়ে এনে মুক্ত বিহঙ্গের মতো শহীদ জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই।
আজ বৃহস্পতিবার গাজীপুর মহানগরের সাগর সৈকত কনভেনশন সেন্টারে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. শাহজাহান ফকিরের সভাপতিত্বে ও আক্তারুল আলম মাস্টারের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য দেন, বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বেনজির আহমেদ টিটু, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব কাজী সাইয়্যেদুল আলম বাবুল, কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, কেন্দ্রীয় নেতা ওমর ফারুক সাফিন, কেন্দ্রীয় মহিলা দল নেত্রী মর্জিনা আফসার প্রমুখ।
সম্মেলনে শাহজাহান ফকিরকে সভাপতি, ডা. সফিকুল ইসলাম আকন্দকে সিনিয়র সহসভাপতি, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ও শেখ ফরিদা জাহান স্বপ্নাকে সহসভাপতি, আক্তারুল আলম মাস্টারকে সাধারণ সম্পাদক, মশিউর রহমান খান টিটুকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোসলেম উদ্দিন মৃধাকে সাংগঠনিক সম্পাদক করে শ্রীপুর উপজেলা বিএনপির কমিটি ঘোষণা দেয়া হয়।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, সিরাজুল ইসলাাম কাইয়া, শহীদুল ইসলাম সরকার, জেলা বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সবুজ, শ্রীপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ কাজী খান, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির রাজু, গাজীপুর মেট্রো সদর থানা বিএনপির আহবায়ক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, সাবেক সভাপতি আব্দুস সালাম, গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসুল্লী, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভী, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমেদ বাচ্চু, কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন সেলিম, ভাওয়াল গড় ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, আবুল হোসেন প্রধান, মোফাজ্জল হোসেন চেয়ারম্যান, গাজীপুর জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা, সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল আলম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মিসেস গুলনাহার, মহানগর যুবদলের আহ্বায়ক এজিএস সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, শ্রীপুর পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার বেপারী, সদস্য সচিব আবু তাহের প্রধান।