নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জামালপুরে বিএনপির প্রতিকী অনশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৮ পিএম, ৩০ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০১:১৬ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদ, টিসিবির মাধ্যমে সহনীয় মূল্যে জনগণের মাঝে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌছে দেওয়ার দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে প্রতিকী অনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
আজ বুধবার সকালে শহরের স্টেশন রোডে বিএনপির কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে প্রতিকী অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন বাবুল, আরিফ হোসেন বাহাজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওছার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন ও পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী।
এ সময় বক্তারা বলেন, চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির জন্য সাধারণ মানুষ না খেয়ে দিন যাপন করছে। মূল্য বৃদ্ধির জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করে অচিরেই পদত্যাগ দাবী করেন বক্তারা।