'প্রধানমন্ত্রীর কানের চিকিৎসা দরকার' দাবি করেছেন বিএনপি নেতা প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৫ পিএম, ২৯ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:৪৮ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানের চিকিৎসা দরকার বলে মন্তব্য করেছে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, উন্নয়ন দেখতে আমাদের চোখের চিকিৎসার দরকার নেই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানের চিকিৎসা দরকার। কারণ দেশের মানুষের আহাজারি ও জনদাবি তাঁর কানে ঢুকছে না। এ সময় বিএনপি নেতা প্রিন্স আরও বলেন, দেশের মানুষ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। অবিলম্বে ক্ষমতা ছেড়ে পদত্যাগ করুন।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নগরীর শিশু একাডেমি মাঠে দক্ষিণ জেলা মহিলা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী ও অনুষ্ঠানের উদ্বোধক আফরোজা আব্বাস। এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ।
এ সময় মহিলা দল নেত্রী ফরিদা ইয়াসমিন পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা: মাহাবুবুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে বিকেল সাড়ে ৫টা দিকে নগরীর শম্ভুগঞ্জ বাজার এলাকায় উত্তর জেলা মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় উত্তর জেলা মহিলা দলের নেত্রী তানজিল চৌধুরী লিলির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবীর শাহীন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল বাশার আকন্দ, আহমেদ তায়েবুর রহমান হিরন, কেন্দ্রীয় মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক খালেদা আতিক প্রমূখ।
এর আগে সকালে ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয় এলাকায় মহানগর মহিলা দলের কর্মী সম্মেলন করে নেতৃবৃন্দ।