নিত্যপণ্যের বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই : মনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৬ পিএম, ২৯ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:৪৭ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, লুটেরা সরকারের ভ্রান্তনীতির কারনে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই তাদের নেতাকর্মীরা লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। ১৯৭৩-৭৪ সালে তারা যখন ক্ষমতায় ছিল তখন গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করেছিল। বাংলাদেশ আজ অদ্ভুত এক দেশে পরিণত হয়েছে। এখানে ৪০ টাকা ডিমের হালি, তেলের দাম ১৮০ টাকা, ৭০ টাকা চাল, ১২০ টাকা ডাল। সবকিছুর দাম বেড়েছে, শুধু বাড়েনি মানুষের দাম। একদিকে মানুষ দ্রব্যমূল্য নিয়ে দিশেহারা আর সরকারের নেতা, পাতি-নেতারা ব্যস্ত লুটপাটে। মফস্বলের ছাত্রলীগ নেতার অ্যাকাউন্টে পাওয়া যায় দুই হাজার কোটি টাকা।
গতকাল সোমবার (২৮ মার্চ) বিকালে নগরীর ২৪ নং ওয়ার্ডের কাজী বাড়ির সামনে আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের তত্ত্বাবধায়নে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপি নেতা মনা আরো বলেন, নিত্যপণ্যের বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। দুর্নীতির কারণে এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে, প্রতিটি ক্ষেত্রে ২০-২৮ শতাংশ জিনিসপত্রের দাম বেড়ে গেছে। বাজারের ক্ষেত্রে সিন্ডিকেট তৈরি করা হয়েছে। তারা কৃত্রিমভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। কোথাও কোনো জবাবদিহি নেই। চরম দুর্নীতির প্রভাব বাজারে গিয়ে পড়ছে। লাগামহীনভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে যাওয়ায় জনগণকে তার মাশুল দিতে হচ্ছে। তিনি পবিত্র রমজান মাসে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবান ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, বদরুল আনাম, করারুল হক, হাসানুর রশিদ মিরাজ, কে এম হুমায়ুন কবির, সিরাজুল ইসলাম লিটন, হুমায়ুন কবির চৌধুরী, কে এম মাহবুব আলম, আসলাম হোসেন, মইদুল ইসলাম টুকু, ডা. ফারুক হোসেন, ইয়াজুল ইসলাম এ্যাপলো, কালাম হোসেন, ইয়াসিন শেখ, রেজাউল আমিন সাবু, সরোয়ার সিকদার, মেহেদি মাসুদ খান।