রাষ্ট্রীয় সম্পদের হরিলুট এবং পাচার কেবল জনবিচ্ছিন্ন সরকারের পক্ষেই সম্ভব - আ স ম আবদুর রব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৮ পিএম, ২৫ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ০৭:০৯ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, মানুষকে অভুক্ত রেখে আতশবাজির আয়োজন দেশের জনগণের প্রতি সরকারের নিষ্ঠুরতার প্রকাশ।
তিনি বলেন, ‘ঢাকা-টরন্টো ফ্লাইট’ পরীক্ষামূলকভাবে চালু করার নামে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের উচ্চাভিলাসী ভ্রমণ জনগণের সঙ্গে শ্রেফ প্রতারণা।
আজ শুক্রবার রাজধানীর পল্টনের ফেনী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় কাউন্সিলে এসব কথা বলেন তিনি।
আ স ম রব বলেন, রাষ্ট্রীয় সম্পদের হরিলুট এবং পাচার কেবল জনবিচ্ছিন্ন সরকারের পক্ষেই সম্ভব। কোনো দেশপ্রেমিক সরকারের পক্ষে নয়। এ সরকার লুণ্ঠনকারীদের পক্ষে, আর জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
পরে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এস এম শামসুল আলম নিক্সনকে সভাপতি ও শফিকুল ইসলাম শফিককে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট জাতীয় যুব পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়