ধানের শীষের গণজোয়ার সহ্য করতে না পেরে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করছে-মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৫ এএম, ১২ জানুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১০:১৫ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
দেশব্যাপী চলমান পৌর নির্বাচনে ধানের শীষের গণজোয়ার সহ্য করতে না পারার জন্যই আওয়ামী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা সংঘটিত করতে বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার আসন্ন নির্বাচন উপলক্ষে গত রবিবার বিকেলে ধানের শীষের মেয়র প্রার্থী আজাদ হোসেনের নির্বাচনি প্রচারণা মিছিলে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর মদদপুষ্ট সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মান্নানকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করলেও পুলিশ হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো আহত আব্দুল মান্নানকে গ্রেফতার করে। শুধু তাই নয়, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর লোকজন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট ও অসত্য মামলা দায়ের করে। মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করতে পুলিশ রাতেই বাড়িতে বাড়িতে অভিযান চালায় এবং উপজেলা ছাত্রদল নেতা রিয়াসাত করিম নয়নকে গ্রেফতার করে নিয়ে যায়। পুলিশি গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া গত ৭ জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম জেলাধীন পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে পটিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ এনামুল হক এনামকে সংবর্ধনা প্রদানের আয়োজন করা হলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান বাদী হয়ে এনামুল হক এনামকে প্রধান আসামি করে ৪০ জন নেতাকর্মীর বিরুদ্ধে পটিয়া থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে। উল্লাপাড়ায় আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা কাপুরুষোচিত ও ন্যক্কারজনক হামলা এবং চট্টগ্রামের পটিয়ায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মির্জা ফখরুল বলেন, দেশব্যাপী চলমান পৌর নির্বাচনে ধানের শীষের গণজোয়ার সহ্য করতে না পারার জন্যই আওয়ামী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা সংঘটিত করতে বেপরোয়া হয়ে উঠেছে। বরাবরের মতো নির্বাচনকে একতরফা করতেই এ ধরনের ঘৃণ্য হামলা। বিএনপির প্রার্থীদের শান্তিপূর্ণ নির্বাচনি প্রচার-প্রচারণায় সন্ত্রাসী হামলার উদ্দেশ্যই হচ্ছে ভোটের দিন যেন ভোটাররা ভোটকেন্দ্রে যেতে সাহস না পায়। উল্লাপাড়া পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আজাদ হোসেনের নির্বাচনি প্রচারণায় সন্ত্রাসীদের নৃশংস হামলা সন্দেহাতীতভাবে পরিকল্পিত। চট্টগ্রামের পটিয়ায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের ঘটনায় এটি পরিষ্কার যে, সরকারের পায়ের তলায় মাটি নেই। তাই সরকার বিএনপিকে ঘায়েল করতে নেতাকর্মীদের বিরুদ্ধে এ ধরনের ঘৃণ্য মামলা দায়েরের মাধ্যমে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে চায়। জনগণের কল্যাণসাধন নয়, বরং ক্ষমতার দাম্ভিকতায় ত্রাস সৃষ্টি করে আওয়ামী লীগ অতীতের নির্বাচনগুলোর মতোই দেশব্যাপী পৌর নির্বাচনগুলোতেও ভোট ডাকাতি এবং জালিয়াতির মাধ্যমে ভোট কারচুপি করে তারা নিজেদের দলীয় প্রার্থীদের বিজয়ী করতে চায়। তবে পৌর নির্বাচনগুলোকে সুষ্ঠু, অবাধ ও ভয়ভীতি মুক্ত করতে জনগণই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। ভোটের দিনগুলোতে সরকারের সকল বাধা-বিপত্তি ও ষড়যন্ত্রজাল ছিন্ন করতে ভোটারদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প নেই।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী সন্ত্রাসীদের হামলা, বিএনপি নেতাকর্মীদের আহত করা এবং গ্রেফতারের ন্যক্কারজনক ঘটনায় আমি ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ বিএনপি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি। হামলায় আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করছি। এছাড়া চট্টগ্রামের পটিয়ায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহের মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।
এদিকে দেশব্যাপী চলমান পৌর নির্বাচনের অংশ হিসেবে ময়মনসিংহের মুক্তাগাছায় আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলুর নেতৃত্বে ধানের শীষের মেয়র প্রার্থীর নির্বাচনি প্রচারণা চলাকালে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা বেপরোয়া হামলা চালিয়ে মুক্তাগাছা উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী রিপন, ১০নং ইউনিয়নের মেম্বার মোহাম্মদ তারা মিয়া এবং বিএনপি কর্মী জাভেদ মিয়াসহ অনেক নেতাকর্মী ও সমর্থককে গুরুতর আহত করেছে। এছাড়া কুমিল্লার লাকসাম পৌর নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী বেলাল হোসেন মজুমদারের সমর্থনকারীকে আওয়ামী ক্যাডাররা ব্যাপক মারপিট এবং মেয়র প্রার্থীকে প্রার্থিতা প্রত্যাহারের হুমকি দেয়। উল্লেখ্য যে, রিটার্নিং কর্মকর্তার সামনেই এ ধরনের ঘটনার অবতারণা হলেও তিনি বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর প্রার্থিতা বাতিল এবং আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়েরকে বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করেন। শুধু আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীই নন, পৌরসভার ৯টি ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত আসনের সবগুলোতে আওয়ামী লীগের কাউন্সিলদের বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করা হয়। এসব ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘ভোট নিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকারের ওপর জনগণের ন্যূনতম আস্থা নেই। বিরোধী দলহীন একদলীয় শাসনই এই অবৈধ সরকারের টিকে থাকার একমাত্র ভরসা। তাই দেশকে বিরোধী দলহীন করতে তারা তাদের সন্ত্রাসী বাহিনী ও সরকারি যন্ত্রকে নির্লজ্জভাবে ব্যবহার করছে। গণতন্ত্রহীনতা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনি ব্যবস্থা দেশ থেকে তিরোহিত হয়ে গেছে বলেই নির্বাচন নিয়ে দুর্বৃত্তদের দুর্বৃত্তপনা এখন আরও লাগামহীন অবস্থায়। বিনা ভোটে স্থানীয় ক্ষমতা করায়ত্ত করতেই বিএনপিসহ বিরোধী প্রার্থীদের ওপর চালানো হচ্ছে নির্যাতন-নিপীড়ন। বর্তমান আওয়ামী লীগ সরকার বিনা ভোটের সরকার, তাই জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই বলেই দেশব্যাপী চলমান পৌর নির্বাচনগুলোতে দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দেয়া হয়েছে। প্রশাসনকে কাজে লাগানো হচ্ছে লাজ-লজ্জাহীনভাবে। সরকার পৌর নির্বাচনগুলোতে ভোট নিয়ে বিএনপিসহ বিরোধী প্রার্থীদের হুমকি প্রদান ও আতঙ্ক সৃষ্টি করছে, যাতে বিরোধী প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে কিংবা ভোটাররা ভোটের দিন ভোটকেন্দ্রে যেতে সাহস না পায়। আর তারই ধারাবাহিকতায় গতকাল ময়মনসিংহের মুক্তাগাছা পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর গণসংযোগে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও নেতাকর্মীদের গুরুতর আহত করাসহ লাকসাম পৌর নির্বাচনে ধানের শীষের প্রার্থীর প্রার্থিতা বাতিল করে আওয়ামী লীগের প্রার্থীকে মেয়র নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এসব ঘটনায় সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, বর্তমান সরকারের কাছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আশা করা আর অরণ্যে রোদন করা একই কথা। তাই গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পেতে এবং আওয়ামী অবৈধ সরকারের ভয়াবহ দুঃশাসন মোকাবিলার লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। নইলে এদেশ থেকে কখনো দুঃশাসন, দুর্দিন, অমানবিকতা, নিষ্ঠুরতার অবসান হবে না।
আমি অবিলম্বে ময়মনসিংহের মুক্তাগাছায় ধানের শীষের মেয়র প্রার্থীর নির্বাচনি প্রচারণায় হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ লাকসামে বিএনপি মনোনীত প্রার্থী বেলাল হোসেন মজুমদারের প্রার্থিতা ফিরিয়ে দেয়ার জোর দাবি জানাচ্ছি। মুক্তাগাছায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত বিএনপি নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।