নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার মোমবাতি প্রজ্বলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৭ এএম, ১২ জানুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:০২ এএম, ১ নভেম্বর,শুক্রবার,২০২৪
নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে ঢাকা মহানগরসহ দেশব্যাপী মহানগরসহ জেলায় জেলায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বর্তমান ভোটারবিহীন সরকারের আমলে নারী ও শিশুদের হত্যা এবং তাদের ওপর অব্যাহত গতিতে নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে গত রবিবার নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিমা রহমান। সঞ্চালনায় ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যসচিব নিপুণ রায় চৌধুরী।
বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য মীর সরফত আলী সপু, ডা. রফিকুল ইসলাম, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, ফরিদা ইয়াসমিন, প্রফেসর ড. মোহাম্মদ আখতার হোসেন, সাদিয়া হক, অ্যাডভোকেট সিমকি ইমাম খান, জাহিদুল আলম হিটু, রাশেদা ওয়াহিদ মুক্তা, মশিউর রহমান বিপ্লব এবং সামিয়া বেগম চৌধুরী।
সভার সিদ্ধান্ত মোতাবেক নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আগামী ১৪ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে ঢাকা মহানগরসহ দেশব্যাপী মহানগরসহ জেলায় জেলায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হবে। মোমবাতি প্রজ্বলন কর্মসূচি সফল করার জন্য নারী ও শিশু অধিকার ফোরামের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন সংগঠনের আহবায়ক বেগম সেলিমা রহমান এবং সদস্যসচিব নিপুণ রায় চৌধুরী।