দেশের ৯৯ ভাগ মানুষই ভালো নেই : জিএম কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩২ পিএম, ২১ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ১২:২৩ এএম, ১৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ‘দুর্নীতি, দুঃশাসন, বৈষম্য আর লুটপাটের কারণে দেশের মানুষ নরকের আগুনে পুড়ছে। মাঝেমাঝে ক্রিকেট ও ফুটবলে বিজয়ের দু-একটা সুখবরে যেন ঠান্ডা বাতাস বয়ে যায়। যারা বোকারস্বর্গে বাস করেন, তারা হয়তো মনে করেন আমরা খুবই ভালো আছি। আসলে দেশের ৯৯ ভাগ মানুষই ভালো নেই। শতকরা ১ ভাগ মানুষ যারা দেশের বাইরে আসা-যাওয়া করেন, তারা বুঝতে পেরে বিদেশকে স্বর্গ ভেবে দেশ থেকে টাকা লুটপাট করে বিদেশে পাচার করছেন।’
আজ সোমবার (২১ মার্চ) দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে গাজীপুর জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, জাতীয় পার্টি কোনো দলের ‘বি’ টিম নয়। জাতীয় পার্টি কোনো দলের দালালি করে না। জাতীয় পার্টি কারো জোটে নেই। আগামী নির্বাচনে জাতীয় পার্টির নেতৃত্বেই জোট গঠন হবে। কেউ জাতীয় পার্টির ভেতরে থেকে অন্য দলের দালালি করতে চাইলে তার স্থান জাতীয় পার্টিতে হবে না।
তিনি বলেন, ১৯৯১ সালের পর আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় এসে দেশের গণতন্ত্র হত্যা করেছে। তারা সংসদীয় গণতন্ত্রের নামে সংবিধান কাটাকাটি করে দেশের গণতন্ত্র শেষ করে দিয়েছে। দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ ও বিএনপি।
জিএম কাদের বলেন, এখন সংসদীয় সরকার ব্যবস্থার নামে এক ব্যক্তির হাতে সব ক্ষমতা দেওয়া হয়েছে। তাই জবাবদিহিতা নেই কোথাও। দেশে আইনের শাসনের ঘাটতি আছে ও সুশাসন নেই। যারা সরকারি দল করে তাদের জন্য এক ধরনের আইন, আর বিরোধী দলের জন্য ভিন্ন আইন এবং সাধারণ মানুষের জন্য আইন যেন আরও আলাদা।
দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে চায় না জানিয়ে তিনি বলেন, দেশের মানুষকে মুক্তি দিতেই জাতীয় পার্টি রাজনীতি করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা আহ্বায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া। বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান প্রমুখ।