দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে শেরপুরে মহিলা দলের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৮ পিএম, ১৪ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০৭:১১ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ও টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে সর্বত্র পণ্য সরবরাহের দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ করেছে শেরপুর জেলা মহিলা দল।
আজ সোমবার বিকাল ৩টা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলীর মাধবপুরস্থ বাস ভবনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা মহিলা দলের সভানেত্রী মোছা. সুলতানা রাজিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হানা আক্তার লিপির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেরপুর জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী।
এছাড়াও এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবিএম মামুনুর রশিদ পলাশ, আবু রায়হান রুপন, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভানেত্রী মোছা. শাপলা খাতুন, সহ-সভানেত্রী মোছা. জেবুন্নেছা হক কোহিনুর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হযরত আলীর বলেন, শেরপুরের বিএনপি এখন অতীতের সব চেয়ে বেশি সংঘঠিত। মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই দুঃসময়ে সরকারের বিরুদ্ধে মাঠে নামুন। তিনি আগামীর আন্দোলনে নিজের জীবন বাজি ধরে বলেন, আমরা আর হামলা মামলার ভয় পাইনা। দেশের মানুষের ভাতের অধিকার ফিরিয়ে আনতে প্রয়োজনে জীবন দিবো। এছাড়াও তিনি বলেন, বাংলাদেশ এখন ৭৫ সালের দুর্ভিক্ষের চেয়ে খারাপ সময় পার করছেন তাই দ্রুত সময়ের মধ্যে সকল প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য সরকারকে আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশে জেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।