দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৫ পিএম, ১৪ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০১:২৯ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ সহ দ্রবমূল্যের ঊর্ধ্বগতির' প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সদর উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
গতকাল রবিবার (১৩ মার্চ) বিকাল ৫ টার দিকে শরীয়তপুর শহরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে করা হয়।
শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রুহুল আমীন বেপারী'র নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা সহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
এসময় যুবনেতা রুহুল আমীন বেপারী বলেন, দ্রব্যমূল্য আজ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এমন কোনো পণ্য নেই যার দাম বাড়েনি। অবিলম্বে দ্রব্যমূল্যের দাম কমানোর দাবি জানাচ্ছি। আর জনগণের দাবি মেনে নিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জোর দাবি জানাচ্ছি। নচেৎ জনগণ নিয়ে দূর্বার আন্দোলনের কর্মসূচি শুরু করা হবে।