দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গুরুদাসপুরে বিএনপির লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫১ পিএম, ১২ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৩:২৭ এএম, ১০ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৪
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ও গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজের নির্দশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জনমত গড়তে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে গুরুদাসপুর উপজেলা বিএনপি।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈর বাজারের গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন দোকানে ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
উক্ত লিফলেট বিতরণ কার্যক্রমে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আলী শেখ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সাধারন সম্পাদক মাহমুদুজ্জামান সোহাগসহ যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বিএনপি নেতারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। উপজেলা বিএনপির নেতারা আরও বলেন, তাদের দাবি অনতিবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। এই সরকার জনগণের নির্বাচিত নয়, তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়। এদেরকে অবশ্যই পদত্যাগ করে চলে যেতে হবে।