সরকার পতনের হুঙ্কার দেয়ায় পটিয়া বিএনপি নেতা এনামসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪১ এএম, ১১ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৯:২৮ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
হুঙ্কার দিয়ে অস্ত্র নিয়ে মাঠে নেমে সরকার পতনের বক্তব্য দেওয়ায় পটিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক এনামসহ ৪০ জনের বিরুদ্ধে পটিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকম শামসুজ্জামান চৌধুরী বাদী হয়ে পটিয়া থানায় এই মামলাটি করেছেন।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, হুঙ্কার দিয়ে অস্ত্রসহ মাঠে নেমে সরকার পতনের উস্কানিমূলক যে বক্তব্য দিয়েছেন এর বিরুদ্ধে পটিয়া থানায় একটি মামলা হয়েছে। এতে প্রধান আসামি বিএনপি নেতা এনামুল হক এনাম।
এতে এনামুল হক এনাম ছাড়াও আসামি করা হয়েছে উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, বিএনপি নেতা মফজল আহমদ, খলিলুর রহমান বাবু, আবদুল মোনাফ, নুরুল আবছার, তরিকুল ইসলাম, মোহাম্মদ ইউছুপ, মো. হায়দারসহ অজ্ঞাতানামা ৪০ জন রয়েছে।
নেতাকর্মীদের অস্ত্র ও লাঠি নিয়ে মাঠে নেমে সরকার পতনের ডাক দিয়েছেন গত বৃহস্পতিবার রাতে উপজেলার কচুয়ায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের সাথে মতবিনিময়কালে। সম্প্রতি এনামুল হক এনাম উপজেলা বিএনপির আহ্বায়ক মনোনীত হন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। জানা যায়, সদ্য পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মনোনীত হওয়া এনামুল হক এনামকে শুভেচ্ছা জানাতে আসে কচুয়া ইউনিয়নের নেতাকর্মীরা। এ সময় তাদের উদ্দেশে বক্তব্য দেন এনাম।
বক্তব্যে এনাম বলেন, এ সরকারকে পতন করতে হলে অস্ত্র লাগবে। লাঠি লাগবে। আপনারা খালি হাতে কেউ নামবেন না। কারণ এ দেশ চালাচ্ছে একটা ডাকাত সরকার। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সব জায়গা ডাকাতের দখলে চলে গেছে। তাই তাদের উচ্ছেদ করতে হলে ঐক্যবদ্ধভাবে করতে হবে। ঝাঁপিয়ে পড়তে হবে। কোন কর্মীকে আঘাত করা হলে, ঐক্যবদ্ধভাবে তাদের আঘাত করুন। তাহলেই এ আওয়ামী লীগ সরকার উচ্ছেদ হবে। আপনার ভয় পাবেন না। আমাদের সরকার ক্ষমতায় আসবে। এনামুল হক এনাম উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন বলে বাদী এজাহারে উল্লেখ করেন।