রেজাউলের নির্বাচনী কার্যালয়ে শ্রমিক লীগের দুই গ্রুপে সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৭ এএম, ১১ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৮:২৩ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী কার্যালয়ে মহানগর জাতীয় শ্রমিক লীগের প্রতিনিধি সভায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় পক্ষ একে অপরের দিকে চেয়ার ছুড়ে মারে। এতে ৮ জন আহত হয়েছেন।
গত শনিবার রাতে বহদ্দারহাটস্থ দলীয় মেয়র প্রার্থীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন চকবাজার থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা, বাকলিয়া থানার সাধারণ সম্পাদক সোলায়মান রাশেদ, পাঁচলাইশ ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক সিফাত।
মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ নুরুল ইসলাম জানান, তারা আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে নির্বাচনী কার্যালয়ে নগর শ্রমিক লীগ, থানা ও ওয়ার্ড শ্রমিক লীগের উপস্থিতিতে সভা শুরু করেন। আমি সবাইকে বলেছি- এ সভায় সভাপতিত্ব করবেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় বখতিয়ার উদ্দিন খান বলেন-সভাপতি আমি’। আমি বললাম এখানে নির্বাচিত সভাপতি আছে-আপনি কেমনে সভাপতি হবেন। একথা বলার সাথে সাথে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। তার গ্রুপের লোকজন এসে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চেয়ার ছোড়াছুড়ি হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা মশিউর রহমান চৌধুরী ও শ্রম বিষয়ক সম্পাদক আবদুল আহাদ উপস্থিত ছিলেন। উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনায় এক পর্যায়ে মশিউর রহমান চৌধুরী বলেন, নুরুল ইসলাম ভাই সকালে আমরা মুখ দেখাতে পারবো না। আপনি অন্য জায়গায় সভা করেন। এসময় নুরুল ইসলাম রাস্তার অপরপাশে সভা করেন।
এতে বক্তব্য রাখেন নগর জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মো. রিয়াজ, ইমাম শরিফ, হিরন মিয়া, মো. আমির হোসেন, নুর মোহাম্মদ চৌধুরী, মো: রাশেদ, আনোয়ার হোসেন, মো. হাসান, নুর হোসেন বুলু, মো. শাহাদাত হোসেন, মো. খোরশেদ, মো. আরিফ ও মো. শাহাজাহান, মো. ইসমাইল, বাবুল আলম, রফিকুল ইসলাম, মো. মনির, মো. সাহাবুদ্দিন, আসিফ জাহান, আকছার হোসেন সেলিম।