১৮ কোটি মানুষকে আ'লীগ সরকার ঠকিয়েছে : আফরোজা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪০ এএম, ৬ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৬:৩৬ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
মহিলাদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা হলেন বাংলাদেশের গণতন্ত্র আর দেশনায়ক তারেক রহমান হলেন গণতন্ত্রের প্রাণ। এই প্রাণশক্তির উপর হাত দিয়েছে আওয়ামীলীগ। তারা প্রতিদিন আমাদের নেতাদের নামে আবোল তাবোল বকছে। তিনি আরো বলেন, আওয়ামীলীগ ১৮ কোটি মানুষকে ঠকিয়েছে, ঘরে ঘরে চাকরি আর ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আজ ৭০ টাকায় চাল আর ২০০ টাকা লিটার সয়াবিন তেল খাওয়াচ্ছে। এরা ক্ষমতায় আসলেই সিন্ডিকেটের মাধ্যমে মানুষের ক্রয় ক্ষমতা কেড়ে নেয়।
আজ শনিবার (৫ মার্চ) শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে দিনব্যাপী কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ সরকার বিএনপিকে টুকরো টুকরো করতে চেয়েছে কিন্তু তৃণমূল বিএনপির নেতা কর্মীরা ঐক্যবদ্ধ আছে বলেই তা সম্ভব হয়নি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। কুড়িগ্রাম জেলা মহিলা দলের যুগ্ম সিনিয়র যুগ্ম সম্পাদক রেশমা সুলতানা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহ-সভাপতি নাজমুন নাহার বেবি, রংপুর বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক রিনা পারভীন, সাংস্কৃতিক সম্পাদক মমতাজ হোসেন লিপি, লালমনিরহাট জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট জিন্নাত ফেরদৌস রোজিসহ জেলা উপজেলা ও পৌর মহিলা দলের নেতৃবৃন্দ।
পরে সম্মেলনে রেশমা সুলতানাকে সভাপতি, অধ্যাপিকা নাজমুন নাহার বিউটিকে সিনিয়র সহসভাপতি, মোসলেমা বেগম মিলিকে সাধারণ সম্পাদক, উম্মে আছমা ইসলাম লাভলীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং এডভোকেট মাহবুবা আক্তার চুমকিকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।