অধ্যক্ষ ইদ্রিস আলী এর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোকবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৫ পিএম, ২৩ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:৩০ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
গত ২০ ফেব্রুয়ারি ২০২২ তারিখ বীর মুক্তিযোদ্ধা, সাঁথিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, সাবেক আহবায়ক জাগো ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় ও পাবনা জেলাধীন সাঁথিয়া উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী ঢাকা শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। অধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী'র মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম অধ্যক্ষ ইদ্রিস আলী পাবনা জেলার সাঁথিয়া উপজেলা বিএনপিকে সুসংগঠিত, শক্তিশালী ও মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে যে ভূমিকা পালন করেছিলেন তা নি:সন্দেহে প্রশংসনীয়।
বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বাধীনতা যুদ্ধে হানাদার বাহিনীর সঙ্গে বীরত্বপূর্ণ লড়াইয়ের জন্য এলাকার মানুষ ও দেশবাসী তাকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি অধ্যক্ষ হিসেবে সুনামের সাথে ছাত্র-ছাত্রীদেরকে পাঠদানের মাধ্যমে তাদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে গেছেন। মরহুমের পরিবার-পরিজন এলাকাবাসীর মতো আমিও তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।"
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম অধ্যক্ষ ইদ্রিস আলী'র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।