নালিতাবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫০ পিএম, ২১ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৭:১০ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
আজ সোমবার রাত ১২ টা ১ মিনিটে উপজেলা প্রশাসন আয়োজিত পৌর শহীদ মিনারে মাতৃভাষা দিবস উপলক্ষ্যে পতাকা উত্তোলন ও সকল বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসটির সুচনা করা হয়।
এসময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম,ইউএনও হেলেনা পারভীন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল,উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এতে বীর শহীদদের পর্যায়ক্রমে শহীদ মিনারে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, প্রেসক্লাব, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। শেষে সকল বীর শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
সকালে পৌর শহীদ মিনার ও উপজেলার বিভিন্ন শহীদ মিনারে বিভিন্ন মহল দিবসটি স্বরণ করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। দিনব্যাপী নানা কর্মসুচীতে উপজেলায় দিবসটি গুরুত্বের সাথে পালিত হয়।