কেশবপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫১ পিএম, ২১ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৩:৪১ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
যশোরের কেশবপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
আজ সোমবার প্রথম প্রহরে থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ দলীয় কার্যালয় থেকে মিছিল সহকারে গিয়ে কেশবপুর পাবলিক ময়দান কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় থানা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপি'র যুগ্ম-আহবায়ক চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, সাবেক চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল, হুমায়ুন কবীর সুমন, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম, পৌর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হালিম মোড়ল, পৌর ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন বাবু, সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ্বাস, আলমগীর কবির বিশ্বাস, আব্দুল হালিম অটল, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদি হাসান বিশ্বাস, থানা যুবদল নেতা আলমগীর সিদ্দিক, আব্দুল গফুর, মেহেদী হাসান শিপন, কে এম আব্দুল আজিজ, রনি আসলাম, থানা ছাত্রদলের আহবায়ক আব্দুল আজিজ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন প্রমুখসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।