ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাবি ছাত্রদলের পুষ্পার্ঘ্য অর্পণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫০ পিএম, ২১ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৩০ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
একুশের সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী ও সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন রাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রাশেদ আলি, সর্দার জহুরুল ইসলাম, মেহেদী হাসান খান, শফিকুল ইসলাম, শাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল মিঠু, জহিরুল ইসলাম, মারুফ হোসেন, এম এ তাহের রহমান প্রমুখ।
এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সদস্য ফারুক হোসেন, আতিক শাহরিয়ার আবির, নাফিউল ইসলাম জীবন, সৌমেন রায়, তুষার শেখ, ইমরান হাসান রাকেশ, শেখ তাকবির আহমেদ ইমন, মোহায়মিনুল ইসলাম, আবু জুয়েল, রাসেল রানা, হাসিব এবং মতিহার দক্ষিন থানা ছাত্রদলের সদস্য সচিব পিয়ারুল ইসলাম পিয়াল সহ বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও তাদের রূহের মাগফিরাত কামনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফিরাত, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।