কার সাথে জোট হবে নির্বাচনের সময় দেখা যাবে : জিএম কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৫ এএম, ১৭ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:১৪ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, নির্বাচন এখন প্রহসন হয়ে গেছে। নির্বাচনের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলছে। তিনি বলেন, সরকারি দলের নেতারা বলে বেড়ান নারায়ণগঞ্জে ভোট সুষ্ঠু হয়েছে কিন্তু সারাদেশে ইউনিয়ন পরিষদের ভোট কেমন হয়েছে তা বলতে চান না। বিয়য়টি এমন হয়েছে, সরকার চাইলে ভোট সুষ্ঠু হবে আর না চাইলে হবে না এটা হতে পারে না। নির্বাচনে কার সাথে জোট হবে তা নির্বাচনের সময় দেখা যাবে।
আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের মানুষ এখন আর আওয়ামী লীগ ও বিএনপিকে বিশ্বাস করে না। দল দুটি বারবার রাষ্ট্র ক্ষমতায় এসে সুবিধামত সংবিধান কাটাকাটি করে গণতন্ত্র ধংস করেছে। এখন কেউ গণতন্ত্রের কথা বললে মানুষ প্রতারণা মনে করে।
দেশে প্রেসিডেন্ট শাসিত ব্যবস্থায় অনেকটাই গণতন্ত্র ছিলো কিন্তু সংসদীয় গণতন্ত্রের নামে যা চলছে তাকে কোনভাবেই গণতন্ত্র বলা যায় না। এখন কতৃত্ববাদী শাসনে দেশের মানুষ অতিষ্ঠ।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- জাতীয় পার্টি মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল আলম রুবেল প্রমূখ।