সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্রের ধারায় বাংলাদেশকে ফিরিয়ে আনা হবে : আবু সূফিয়ান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৪ এএম, ১৫ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:০৮ পিএম, ৪ নভেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সভা আজ ১৪ ফেব্রুয়ারি সোমবার ৩ ঘটিকা দোস্ত বিল্ডিংস্হ বিএনপি কার্যালয়ে দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক আলহাজ্ব সৈয়দ সাইফুদ্দিন সভাপতিত্বের অনুষ্টিত হয়। জেলা কৃষক দলের সদস্য সচিব মঈনুল হক চৌধুরী সঞ্চালনায় সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সূফিয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব, কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউল আলম বদরুল, কেন্দ্রীয় সংসদের সহ প্রচার সম্পাদক ডঃ আশ্রাফুল ইসলাম জিমি, বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য মোঃ জাহিদ উদ্দিন বিপ্লব, চট্টগ্রাম মহানগর কৃষক দলের আহবায়ক মোঃ আলমগীর হোসেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সূফিয়ান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে যে আন্দোলন গড়ে তুলবে, সেই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্রের ধারায় বাংলাদেশকে ফিরিয়ে আনা হবে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আজকে গণতন্ত্র রক্ষা করতে গিয়ে ফ্যাসিবাদ এই সরকারের মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার যে অবদান তার স্বীকৃতি হিসেবে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গাইনাইজেশন (সিএইচআরআইও) খালেদা জিয়াকে 'মাদার অব ডেমোক্রেসি' অ্যাওয়ার্ড প্রদান করেছে। এতে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্রের প্রতীক, বেগম খালেদা জিয়াকে বন্দি রেখে, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। তাই অবিলম্বে বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার করে নিংশর্ত মুক্তি দিতে হবে।
তিনি বলেন, কোন সার্চ কমিটিতে কাজ হবে না। আগামীর নির্বাচন কার অধীনে হবে সেটা ঠিক করবে বাংলাদেশের জনগণ। তিনি কৃষক দলকে শক্তি শালী করতে নেতা কর্মীদের প্রতি আহবান জানান।