বিএনপি অংশ না নিলেও নির্বাচন কমিশন গঠন বন্ধ হবে না : হানিফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৬ এএম, ১৪ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৮:১১ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, জনবিচ্ছিন্ন বিএনপি অংশ না নিলেও নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন প্রক্রিয়া কোনোটাই বন্ধ হবে না। তিনি বলেন, নীতি আদর্শহীন বিএনপি নিজের স্বার্থে সকালে এক কথা বিকেলে আরেক কথা বলেন। নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটি নিয়মানুসারে কাজ করছে। প্রায় ৩৫০ জনের নাম জমা পড়েছে। এর পরে এ নিয়ে আর কোনো রাজনৈতিক দলের কথা থাকতে পারে না।
আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরে ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজ্ড হাসপাতাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বিএনপি ছাড়া আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে যাচ্ছে কি না?- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, বিএনপি দেশে একমাত্র রাজনৈতিক দল নয়, ছোটখাট অনেক দল রয়েছে। নির্বাচনে অংশ নেয়া না নেয়া তাদের নিজস্ব রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার। কোনো দল অংশ না নিলেও নির্বাচন প্রক্রিয়া বন্ধ হবে না।
এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মো. সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, বিএমএ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ডাক্তার আমিনুল হক রতন, কুষ্টিয়া মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার আশরাফুল হক দারা, হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা ও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।