গণতন্ত্র রক্ষা করতে ধানের শীষে ভোট দিন-ফজলুল হক মিলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৮ এএম, ৯ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০১:৫৬ এএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
গণতন্ত্র পুনরুদ্ধার করতে সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুর পৌরবাসীর কাছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এড. কাজী খানকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক এ কে এম ফজলুল হক মিলন। শ্রীপুর পৌরসভা নির্বাচনের প্রচারণা ও পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
আজ শুক্রবার বাদআছর শ্রীপুর পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১নং সিএন্ডবি বাজারে তুহিন আহমেদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাহিন আহমেদ এবং পলাশের পরিচালনায় পথসভায় আরো বক্তব্য রাখেন পৌর নির্বাচনে ধানের শীষের প্রার্থী এড. কাজী খান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, সাবেক সভাপতি আব্দুল মোতালেব ও সিরাজ উদ্দিন কাইয়া, পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হুমায়ুন কবির সরকার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সবুজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, কালীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভাবলু, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ডা. সফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মুনসুর মন্ডল, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান স্বপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মশিউর রহমান খান টিটু, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, সহ-সভাপতি বিল্লাল হোসেন ও মুনসুর আহমেদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক গুলনাহার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ই্য়াসিন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল হক মোল্লা, স্বেচ্ছাসেবক দলের নেতা টিপু সুলতান, জেলা যুবদল নেতা শাহজাহান সজল, উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াউল করিম রিফাত মড়ল, সদস্যসচিব আমিনুল ইসলাম সরকার প্রমুখ।