নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে : ডা. শাহাদাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৯ এএম, ১৪ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৩৮ এএম, ৩১ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪
চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। প্রতিদিনই বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। ক্রমাগত এই দ্রব্যমূল্যের বৃদ্ধিতে এমনিতেই দিশেহারা মানুষ। অন্যদিকে জ্বালানি তেল, পানি, গ্যাস ও ভোজ্যতেল সহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুই মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার গুলোতে। সরকার জনগণের কথা চিন্তা করছে না। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকারের নিয়ন্ত্রণের বাইরে। সরকার মেগা প্রকল্পের মাধ্যমে মেঘা দুর্নীতি করছে।
আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে তিনি ৩৪ নং পাথরঘাটা ফিশারি ঘাট এলাকায় অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না থাকলে কোনো নির্বাচনই ঐ কমিশনের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না। নির্বাচন কমিশন (ইসি) গঠনে সরকার তড়িঘড়ি করে যে আইন করছে, সেটি আওয়ামীলীগকে ক্ষমতায় টিকে রাখার নীলনকশা ছাড়া আর কিছুই নয়। বিগত দুইটি ভোট ডাকাতির সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সেই সত্য প্রমাণিত হয়েছে। যেহেতু বর্তমান সংসদ জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই এ ধরনের কোনো আইন প্রণয়নের এই সংসদের কোনো নৈতিক এখতিয়ার নেই। এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের অধীনে একটি অবাধ, নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটি নির্বাচন।
বিএনপি নেতা মনোরঞ্জন দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন, ৩৪ নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক, সাবেক কাউন্সিলর হাজী মোহাম্মদ ইসমাইল বালি, আরো উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপন, মহানগর যুবদল নেতা আসাদুর রহমান টিপু, মোহাম্মদ হাসান, মোঃ মাসুম, মোহাম্মদ সালাউদ্দিন, ওয়ার্ড বিএনপি নেতা গোপাল, বিক্রম, মতিলাল, পলাশ, অমল, উজ্জল, মামুন, মিজান, যুবদল নেতা মোঃ শহিদুল ইসলাম জেকি, মোহাম্মদ জাহাঙ্গীর, মোঃ সাইফুল ইসলাম, মোঃ খোরশেদ আলী, মোহাম্মদ হোসেন, মোঃ শাহ আলম, ইফতেখার উদ্দিন নাদিম, সোবাহান, আবুল কালাম, সুব্রত আইস, মোঃ ফয়সাল, মোহাম্মদ হাসান, মোঃ রাসেল, ছাত্রদল নেতা ইয়াকুব আলী জুয়েল, উন্ত চৌধুরী, প্রিন্স মারুফ, সাইফুল ইসলাম প্রমুখ।