বেগম খালেদা জিয়াকে “মাদার অব ডেমোক্রেসি” উপাধিতে ভূষিত করায় জামালপুর জেলা বিএনপির অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫২ পিএম, ১১ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:৫৫ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) নামের একটি সংগঠন “মাদার অব ডেমোক্রেসি” উপাধিতে ভূষিত করায় তাকে অভিনন্দন এবং তার সুস্থতা কামনায় জামালপুর জেলা বিএনপির নেতাকর্মীরা দোয়া মাহফিল করেছে।
গতকাল বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারী শহরের স্টেশন রোডে রাতে বিএনপি কার্যালয়ে জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্ল¬ব, সফিউর রহমান সফি, যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, রিজভী আল জামালী রনজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সহ-দপ্তর সম্পাদক গাউছুল আজম শাহীন, শহর বিএনপির সদস্য সচিব শাহ্ আব্দুল¬াহ আল মাসুদ প্রমুখ।
বক্তারা বেগম খালেদা জিয়াকে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) নামের একটি সংগঠন “মাদার অব ডেমোক্রেসি” উপাধিতে ভূষিত করায় ধন্যবাদ জানান। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।