মনোহরগঞ্জে প্রতিপক্ষের মারধরে আ'লীগ নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৯ পিএম, ৮ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:১২ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষনপুর ইউপি’র মড়হ গ্রামে গতকাল সোমবার সকালে গ্রাম্য সড়ক নির্মাণে মাটি ফেলা ঘিরে প্রতিপক্ষের মারধরে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ অজি উল্যাহ (৫৫) মিয়ার মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। দীর্ঘ ৩০ বছর প্রবাসে কর্মজীবন শেষ করে গত ২ বছর যাবত ওই ইউপির ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্বপালন করছেন।
স্থানীয় লোকজন জানায়, ওই ইউপির মড়হ গ্রামের পশ্চিমপাড়ায় একটি গ্রাম্য সড়কে ৪০ দিনের কর্মসূচীর মাটি ফেলার কাজ চলছিল তবে সড়কটির পুরানো জায়গায় দিনমুজুর শ্রমিককরা মাটি ফেলে আসছে। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরী ও সড়কের তত্ত্বাবধায়ক টেগ অফিসার গোলাম কিবরিয়া রাসেল উপস্থিত ছিল। উক্ত সড়কে মাটি ফেলার সময় নিজের জায়গা দাবী করে স্থানীয় অজি উল্লাহ মিয়া ও তার ছেলে মহসিন আলম বাঁধা দিয়ে প্রতিবাদ জানায়।
স্থানীয় চেয়ারম্যান ও পিতা-পুত্রের সাথে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অজি উল্যাহ মেয়ের ছেলে মহসিন ইউপি চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরীকে ঘুষি মারলে হোচট খেয়ে চেয়ারম্যান কাদা মাটিতে পড়ে যায়। কিছুক্ষন পর চেয়ারম্যান উঠে পাশে থাকা বাশ নিয়ে পিতা-পুত্রকে দৌড়ানী দিলে তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজনের অনুরোধে ইউপি চেয়ারম্যান ও টেগ অফিসার ঘটনাস্থল থেকে চলে যাওয়ার ১০ মিনিটের মাথায় বহিরাগত ৫০/৬০ জনের একটি বহর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অজি উল্যাহ মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট ও বাড়ীতে থাকা লোকজনকে বেদম মারধর করে। এতে ওই পরিবারের ৫ সদস্য আহত হয়।
গুরুতর আহত অবস্থায় অজি উল্যাহ মিয়াকে স্থানীয় লোকজন তাৎক্ষনিক মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে মনোহরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং সরকারী হাসপাতাল থেকে অজিউল্যাহ মিয়ার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে স্বজনদের।
এ ব্যাপারে নিহত অজিউল্যাহর পুত্রবধু জান্নাতুল ফেরদৌস জানায়, আমাদের জায়গার উপর চেয়ারম্যানের লোকজন রাস্তায় মাটি ফেলায় আমার শ্বশুর ও স্বামী ওই কাজে বাঁধা দিলে চেয়ারম্যানের লোকেরা আমাদের বাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও আমাদের সকলকে মারধর করে এতে আমার শ্বশুর মারা যায়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার শহিদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও অজিউল্যাহ’র স্বজনরা বলছেন ভিন্ন কথা। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরী জানায়, রাস্তায় মাটি ফেলা নিয়ে তাদের পিতা পুত্রের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আমি বাশ হাতে নিয়ে দৌড়ানী দিলে, তারা তাৎক্ষনিক দু’জনেই পালিয়ে যায়। তবে বিভিন্ন মাধ্যম থেকে শুনেছি সে নাকি ষ্টোক করে মারা যায়। ওদের বাড়ীতে হামলা সম্পর্কে আমি কিছুই জানি না।
এ ব্যাপারে মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবু কবির জানায়, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিস্তারিত অবগত হই। মনোহরগঞ্জ সরকারি হাসপাতাল থেকে ওই গ্রামের অজিউল্যাহ মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।