সরকার ইসি গঠনের মাধ্যমে আরেকটি পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে : ডা. শাহাদাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪১ পিএম, ২ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:৩৩ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সরকার ইসি গঠনের মাধ্যমে আরেকটি পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে। এই অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন অপকৌশল গ্রহণ করছে।
গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) তিনি আরাফাত রহমান কোকোর ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয় নাসিমন ভবনে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে গরীব অসহায়দের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, এই দুর্নীতিবাজ সরকারের পতনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বিশেষ অতিথি দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে বিরোধীদলের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি হাসান রুবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন মোহাম্মদ রিমন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি'র যুগ্ম আহবায়ক এস এম সাইফুল, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, কামরুল ইসলাম, সাংবাদিক জাহেদুল করিম কচি, এম এ হাশেম রাজু, মনজুর আলম, মো . সেকান্দর হোসেন, জসিম উদ্দিন মিন্টু, মো. সার্বিক সহযোগিতায় ফাহাদ উদ্দিন জনি- সংগঠক বিএনপি, মফিজ উল্লাহ, মাহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু।
কোকো সংসদের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন শাহীন হায়াত, সহ সভাপতি গোলাম শফি দুলু, আলিফ উদ্দিন রুবেল, মোহাম্মদ কুতুবউদ্দিন নয়ন, নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাসেদুল ইসলাম রাসুদ, চট্টগ্রাম ল' টেম্পল কলেজ ছাত্রদল নেতা গোলাম রব্বানি, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম ইউছুপ, অর্থ সম্পাদক ও নগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহারিয়ার আহম্মেদ, যুগ্ম সম্পাদক মো মাঈনউদ্দিন, সাইফুল ইসলাম সায়েল, মো ওমর কাইয়ুম, শাহাদাত খান রাসেল, জানে আলম কুসুম, সহ সাধারণ সম্পাদক মো ফারুক হোসেন, দেলোয়ার হোসেন সুমন, সহ সাংগঠনিক সম্পাদক মো সোহাগ হোসাইন, মামুন পাটোয়ারী নীরব, মো ইসমাঈল হোসেন, মো সাফায়েত হোসেন, মো আলমগীর, সহ অর্থ সম্পাদক মো রিদুয়ান, মো কাউসার মাহমুদ বাবু, মো রেজাউল করিম, প্রিন্টিং ও প্রকাশনা সম্পাদক মো তৌহিদুল ইসলাম, সহ ছাত্র সম্পাদক ইমতিয়াজ উদ্দিন আজিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো মিরাজ, সহ প্রচার মো আকাশ, সহ আপ্যায়ন মো জসিম মনি, সহ প্রচার কাজী ইমাম, সদস্য মো দিদার হোসেন, মো ওয়ালিদ, মিয়াজী রয়েল, মো. মধু সহ প্রমুখ।