নোয়াখালী আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামী প্যানেলের ভরাডুবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৭ এএম, ২৯ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৬:১০ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সাদা প্যানেলের কাছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সমন্বয় পরিষদ নীল প্যানেলের ভরাডুবি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিনব্যাপি অনুষ্ঠিত নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নীল প্যানেলে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫ পদের মধ্যে ১১টি পদে জয়লাভ করে। অপরদিকে, যুগ্ন সাধারণ সম্পাদক ও ট্রেজারার ও দুটি সদস্য পদসহ মোট চারটি পদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের সাদা প্যানেল জয়লাভ করে।
আজ শুক্রবার নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এজেডএম ফারুক নির্বাচনের ফলাফল নিশ্চিত করেন।
নির্বাচন কমিশনের ঘোষিত ফলে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সাদা প্যানেলের জয়ীরা হলেন, সভাপতি আবদুর রহিম ৩৩০ ভোট, সিনিয়র সহ-সভাপতি শামছুউদ্দীন আহমেদ ৩৫৯ ভোট, সহ-সভাপতি মো. আলী হোসেন ৩১৭ ভোট , সাধারণ সম্পাদক আযম খান ৩৩৬ ভোট, সহ-সাধারণ সম্পাদক সারোয়ার উদ্দিন দিদার ২৯০ ভোট, লাইব্রেরী ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন রহিম ৩২৪ভোট, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ওমর ফারুখ খালেদ ৩৩৮ ভোট , আপ্যায়ন ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল খালেক মীরন ৩২৯ ভোট, সদস্য আবুল হাসান ২৫৩ ভোট, ইদ্রিস মোল্লা ৩০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের নীল প্যানেলের জয়ীরা হলেন, যুগ্ন-সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাবু, ট্রেজারার আরিফুল হক, সদস্য মোহাম্মদ রেজাউল করিম মিয়াজি ও বিলকিস জাহান সূচী।
বিজয়ীরা আগামী এক বছর নোয়াখালী জেলা আইনজীবী সমিতি পরিচালনা করবেন। এবারের নির্বাচনে ৫৮১ ভোটারের মধ্যে ৫৫৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।