গণতন্ত্রের কবর রচনার পর আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েমের স্বপ্ন দেখছে--হাসান সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৫ এএম, ৭ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৪:২৪ পিএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, সরকার গণতন্ত্রকে অকার্যকর করে এখন সুকৌশলে বিরোধী দল নির্মূলের ষড়যন্ত্র করছে। বিরোধী দল নির্মূল ও গণতন্ত্রের কবর রচনার পর আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েমের স্বপ্ন দেখছে। কিন্তু দেশপ্রেমিক জনতা আওয়ামী লীগের সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শুধু পদের পেছনে না ঘুরে, জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ গড়ার প্রত্যয়ে নিজেদের প্রস্তুত করতে হবে। তিনি আজ বুধবার গাজীপুর মহানগর কোনাবাড়ী থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সম্মেলনের প্রধান বক্তা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন বলেন, ইতিহাস অতীতে কাউকে ক্ষমা করেনি; আওয়ামী লীগকেও ক্ষমা করবে না। দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী। যারা ক্ষণস্থায়ী ক্ষমতায় থেকে চিরস্থায়ী স্বপ্ন দেখেন তারা বোকার রাজ্যে বাস করেন।
মো. রবিউল আলম রবির সভাপতিত্বে ও অ্যাডভোকেট আলমগীর হোসেন আলমের সঞ্চালনায় স্থানীয় আমবাগ এলাকায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি মাহবুবুল আলম শুক্কুর, সাংগঠনিক সম্পাদক সাবেক কাশিমপুর ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন সরকার, হুমায়ুন কবীর রাজু, মহানগর মহিলা দলের সভাপতি সাবেক কাউন্সিলর মিসেস শিরিন চাকলাদার, বিএনপি নেতা খলিলুর রহমান, জহির রায়হান, খায়রুল হাসান মামুন, সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, আব্দুল বারেক সরকার, রফিকুজ্জামান রফিক, এনামুল হক কবীর, আমজাদ হোসেন সরকার, বাবুল হোসেন, আসাদুল হক আসাদ, আয়নাল হোসেন, আব্দুর রহমান, সাইফুল ইসলাম সবুজ, মহানগর ছাত্রদল নেতা পিয়াস চাকলাদার।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সরাসরি ভোটে মো. রবিউল আলম রবি সভাপতি ও মো. সাজ্জাদুর রহমান মামুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।