লালমনিরহাটে বিএনপি নেতা মসলে উদ্দীন এর মৃত্যুতে মির্জা ফখরুলের শোকবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৬ পিএম, ২০ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:৫৪ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
লালমনিরহাট জেলাধীন সদর পৌর বিএনপি'র সদস্য ও ৩ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মসলে উদ্দীন চান্দু আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, "মসলে উদ্দীন চান্দু এর মৃত্যুতে আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। লালমনিরহাট জেলাধীন সদর পৌর বিএনপি'র সদস্য ও ৩ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি হিসেবে সংগঠনকে শক্তিশালী করতে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে ছিল তার অগাধ বিশ্বাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন।
দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তার শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আমি মসলে উদ্দীন চান্দু'র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।"