ফরিদপুরে জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩২ পিএম, ১৯ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ১১:০০ পিএম, ১৭ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৪
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ফরিদপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে আজ বুধবার বাদ যোহর শহরের চকবাজার জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু,সাধারন সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন মিঠু, সহ-সভাপতি যথাক্রমে শামীম খান কায়েস, মেহেদী হাসান, অনিক খান জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে ইসতিয়াক রশিদ, খাইরুল ইসলাম রোমান, নিশাদ মাহমুদ ফিরোজ, সোহান আল মাহমুদ, মো: জহিরুল ইসলাম, শাহরিয়ার জুয়েল, আনোয়ার হোসেন পাশা, প্রচার সম্পাদক স্বরণ আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পারভেজ খান, কোতয়ালী থানা আহবায়ক নাদিম মাহমুদ রুবেল, যুগ্ম আহবায়ক ইমন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এর আগে দুপুরে একই উপলক্ষে প্রেসক্লাব চত্ত্বরে ফরিদপুর জেলা, মহানগর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দু:স্থ্য ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ অন্যান্য স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।