বাস পোড়ানোর মামলায় বিএনপির ১৭৮ নেতাকর্মীর হাইকোর্টে জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৯ পিএম, ৬ জানুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০৬:০৯ এএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
রাজধানীর ঢাকার বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানোর অভিযোগে ১১ থানায় দায়ের করা মামলায় বিএনপির ১৭৮ জন নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মোঃ হাবিবুল গণি ও বিচারপতি মো: রিয়াজ উদ্দিন খানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে বিএনপি নেতাকর্মীরা জামিন আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করে তাদের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জামিন দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম সজল, মো: মাকসুদ উল্লাহ, কে আর খান পাঠান, রুকনুজ্জামান সূজা, গোলাম আকতার জাকির প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবুল হাসেম।
জামিন প্রাপ্ত বিএনপির নেতাকর্মীরা হলেন শেখ রবিউল আলম রবি, শফিকুল ইসলাম মিল্টন, কমিশনার সিরাজুল ইসলাম, হারুন-অর-রশিদ শিশির, আতিকুর রহমান আতিক প্রমুখ।
আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, জামিনের মেয়াদ শেষে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।
গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের ভোটের দিনে দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ১১টি বাস পোড়ানো হয়। এসব ঘটনায় ১১ টি থানায় ১৬টি মামলা দায়ের করে পুলিশ।