৫ জানুয়ারী স্মরণে জামালপুরে বিএনপির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৮ পিএম, ৫ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:১৮ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি ও ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন স্মরণে ৫ জানুয়ারি দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে প্রতি বছরের মতো এবছরও সারাদেশের ন্যায় জামালপুরে কেন্দ্রঘোষিত প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি।
আজ বুধবার সকালে জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে জেলা বিএনপি।
জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লব, লিয়াকত আলী, যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, সহ-দপ্তর সম্পাদক গাউছুল আজম শাহীন, শহর বিএনপির সদস্য সচিব শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওসার ও জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খান প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। একই সাথে আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধিনে দেওয়ার আহ্বান জানান।