রাষ্ট্র যন্ত্রের ক্ষমতার অপব্যবহার করে আওয়ামীলীগ ক্ষমতায় এসেছে - জাকির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৪ এএম, ৩১ ডিসেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০২:১৪ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে দশটায় চালুয়াবাড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এ্যাড. মোস্তাফিজার রহমানের সঞ্চলনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য রাখেন একেএম আহসানুল তৈয়ব জাকির।
তিনি বলেন, কঠোর আন্দোলনের মাধ্যমে বেগম খারেদা জিয়াকে মুক্ত করে বিদেশ সুচিকিৎসার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। ভোটাধিকার পুনরুদ্ধার করা হবে। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে বতর্মান স্বৈরাচারী সরকার রাষ্ট্র যন্ত্রের ক্ষমতার অপব্যবহার করে জনগণের ভোটাধিকার হরণ করে নেওয়া হয়েছিল। এতে দেশের গনতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে। আগামী দিনে দেশের জনগনকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে ভোটাধিকার পুনরুদ্ধার করা হবে।
বিশেষ অতিথি সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এম আর ইসলাম স্বাধীন বলেন, আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে তার নেতৃত্বে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে। ২০১৮ সালে নিশি রাতে ভোট করে এই সরকার ক্ষমতায় এসেছে। তারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এখন আর মানুষ ভোট দিতে চান না। এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের এখন একটাই দাবি এই অবৈধ সরকারের পতন ঘটানো। আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ তাহাউদ্দিন নাহিন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম বাদশা, যুগ্ম যুগ্ম আহবায়ক সাদেক মো: আজিজ, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সদস্য নূরে আযম বাবু, বিএনপি নেতা আশরাফুজ্জামান প্রাবাল, শ্যামল মাহমুদ, পৌর বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক মতিউর রহমান মতি, সারিয়াকান্দি পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম ফুল, সোনাতলা উপজেলা বিএনপির সদস্য এ্যাড. হুমায়ন কবির, কাজি জাকির হোসেন বাবলু, জিয়াউল হক লিপন, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এম আর ইসলাম রাফিক, কাজলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মহিদুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী রকেট, নারচী ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহীন আলম, হাটশেরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শাহীন মাহমুদ, সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরমান রাজা প্রমুখ।
সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সারিয়াকান্দি ও সোনাতোলা উপজেলা বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা এম আর ইসলাম স্বাধীন চালুয়াবাড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটির নাম ঘোষনা করেন আবুল হোসেন বকুল সভাপতি ও মোস্তাফিজুর রহমান বকুল সাধারণ সম্পাদক।