শাজাহানপুরে ফের দৃর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাহতে স্বেচ্ছাসেবকদল নেতা গুরুতর আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৬ এএম, ৩১ ডিসেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৯:২৩ পিএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪
শরীরের ক্ষত শুকাতে না শুকাতেই আবারো স্থানীয় দূর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছে বগুড়া শহর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব হোসেন আলী (৪২)।
আজ বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে শাজাহানপুরের বেতগাড়ী বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত হোসেন আলী বেতগাড়ী গ্রামের বাচ্চু মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, হোসেন আলী বিকেল সাড়ে ৪ টার সময় বেতগাড়ী বাইপাস মোড় এলাকায় হোটেলে বসে চা খাচ্ছিলেন। এমন সময় ২০/২৫টি মোটরসাইকেলের বহর নিয়ে এসে দূর্বৃত্তরা হোটেলের সামনে দাঁড়ায়। এ সময় হোসেন আলী দৌড় দিয়ে বাচাঁর চেষ্টা করলে দূর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে মাথা, মুখ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে চলে যায়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় হোসেন আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে হোসেন আলী জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর হোসেন আলীর বসতবাড়িতে হামলা চালিয়ে দূর্বৃত্তরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছিল। হোসেন আলীর স্বজনরা জানান, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম ও রঞ্জন বাহিনীর লোকজন প্রকাশ্য দিবালোকে হত্যার উদ্দেশ্যে একে একে দু’বার হামলা চালালো।
অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবকদল নেতা হোসেন আলীর সাথে এলাকায় বালু সরবরাহ ও আধিপত্য বিস্তার নিয়ে ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খোরশেদ আলম ও কলোনীর ত্রাস রঞ্জনের বিরোধ চলে আসছিল। ১৬ নভেম্বর হামলার ঘটনায় খোরশেদ আলম ও তাঁর দুই পুত্র এবং রঞ্জনসহ কয়েকজনের নামে থানায় মামলা দায়ের হয়েছিল।