জয়পুরহাটেভোটাধিকার হরণ দিবস উপলক্ষে বিএনপির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৬ পিএম, ৩০ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১০:৫৯ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
৩০ ডিসেম্বর ভোটাধিকার হরণ দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহবায়ক গোলজার হোসেন যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, আ: ওয়াহাব ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারন সম্পাদক ফজলুর রহমান, বিএনপি নেতা সেলিম রেজা ডিউক, মতিয়র রহমান, মামুনুর রশীদ, যুবদল নেতা ওবায়দুর রহমান সুইট, শুভ্র, উজ্জল, ছোট পলাশ, ছাত্রদল নেতা আদনান, স্বেচ্ছাসেবক দলের নেতা সামস মতিন, মহিলা দলের নেত্রী জাহেদা কামাল, রুলী চৌধুরীসহ অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ৩০ শে ডিসেম্বর নিশিরাতে জনগনের ভোটাধিকার হরণ করে এ সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। তাই এ সরকার অবৈধ। এই দিনটি বাংলাদেশের জন্য অপমানকর একটি কালো দিন হিসেবে ভোটাধিকার হরণ দিন হিসেবে আখ্যায়িত থাকবে। আগামীতে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। এছাড়া বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ খালেদা জিয়াকে বিদেশে নিয়ে সু-চিকিৎসার দাবি জানান তারা।