ছাত্রদলের নেতৃবৃন্দের উপর ছাত্রলীগ ও আ'লীগের হামলার প্রতিবাদে কেন্দ্রের নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৯ পিএম, ৩০ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:১৯ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক মাহমুদুল মিঠুকে একাকী পেয়ে তার উপর অতর্কিতে বর্বর হামলা চালায় রাজশাহী মহানগর ছাত্রলীগ, অন্যদিকে পটুয়াখালী জেলা বিএনপির আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে পটুয়াখালী জেলা এবং পটুয়াখালীর বিভিন্ন থানার আগত মিছিল, বরিশাল জেলা ও মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপর হামলা হানে স্থানীয় আওয়ামী ষণ্ডা পাণ্ডারা।
এই হামলায় গুরুতর আহত হয় অন্তত অর্ধশত ছাত্রদল নেতাকর্মী। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী সন্ত্রাসীদের কাপুরুষোচিত হামলার বিরুদ্ধে চরম প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আওয়ামী তমসাচ্ছন্ন জাহিলিয়াতের এই যুগে ছাত্রলীগ, যুবলীগের কাছ থেকে এরচেয়ে ভালো কিছু আশা করা বাতিকগ্রস্ত প্রত্যাশা বৈ কিছু না। উপরন্তু নতজানু প্রশাসন ও টালমাটাল সরকার আজ দুয়ে মিলে একাকার; দেশটা তো মগের হাটবাজার!
নেতৃদ্বয় অবিলম্বে দেশনেত্রীর সুচিকিৎসার্থে বিদেশ গমন, সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি ও আহতদের ক্ষতিপূরনের দাবী জানান।